প্রকাশিত: Sat, Apr 8, 2023 4:16 AM আপডেট: Mon, Jan 26, 2026 4:37 AM
আওয়ামী লীগের প্রভাবশালীরাই বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটিয়েছে: মির্জা ফখরুল
রিয়াদ হাসান: বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে সম্ভাবনা রয়েছে, বেরিয়ে আসার এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে। শাসক গোষ্ঠীর প্রভাবশালীরা যারা বঙ্গবাজারকে দখলের চেষ্টা করছেন তারাই এই ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটি ও বিএনপির লিয়াজোঁ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটি হয়েছে কারচুপির, যা গ্রহণযোগ্য হয়নি। অংশীদারিত্বমূলক নির্বাচন হয়নি। এগুলো আন্তর্জাতিক পর্যায়ের নির্বাচনের মান অনুযায়ী হয়নি। স্বাভাবিকভাবে জাতিসংঘ এটাতে চিন্তিত।
বিএনপি এই নেতা বলেন, বাংলাদেশে যে গণতন্ত্র ছিল সেটা এখান থেকে যে চলে গেছে। নির্বাচনের মাধ্যমে সেটা ফিরে আসার যে সম্ভবনা আছে, আওয়ামী লীগের অধীনে পুরনো কায়দায় নির্বাচন হলে সেটিও থাকবে না। সেজন্য জাতিসংঘ বলেছে, সবার অংশগ্রহণে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যা আগে হয়নি। সে কারণে জাতিসংঘ পররাষ্ট্রমন্ত্রীকে এ প্রস্তাব দিয়েছে। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রমজানের কারণে আন্দোলনের প্রকৃতি কিছুটা পরিবর্তন হলেও কর্মসূচি অব্যাহত আছে। যুগপৎ আন্দোলনের শরীকরা যার-যার অবস্থান থেকে কর্মসূচি পালন করছে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরো বাড়বে। তখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরো বেশি শাণিত ও কার্যকর করতে পারব।
ব্রিফিংয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, রমজানের পর জোট কোন গতিপথে এগিয়ে যাবে সভায় সেটি নিয়ে কথা হয়েছে। ঈদের পর আরো বৃহত্তর পরিসরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সম্মিলিত প্রয়াসে এ সরকারের পতন অবশ্যই হবে।
বৈঠকে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ১২ দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার, সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। সম্পাদনা: বসুনিয়া
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি